নিজস্ব প্রতিবেদক কাউনিয়া রংপুর :-
রংপুর সাহিত্য পরিষদ মিলনায়তনে স্বর্ণ নারী এসোসিয়েশনের আয়োজনে ৭০ জন অস্বচ্ছল বয়স্ক মায়েদের মাঝে শুক্রবার বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্ণ নারীএ্যাসোসিয়েশনের সভাপতি- মঞ্জুশ্রী সাহা, উপস্থিত ছিলেন
সহ-সভাপতি -নাজমুন নাহার দীনা, স্বর্ণ নারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক -মাহফুজা হাসনাত ডায়না, অর্থসম্পাদক- সামসেয়ার পারভীন, নির্বাহী সদস্য ডাঃ সমর্পিতা ঘোষ তানিয়া, সদস্য কাজি রাজিয়া, কানিজ ফাতেমা ও লিপসি আরা খানম। আগামী ২ ও ৩ জুন তালিকাভুক্ত আরও প্রায় ১৩০ জন মাকে মানবিক সহায়তা দেওয়ার পরিকল্পনা আছে।
বিতরণ সামগ্রীতে ছিলো: চাল-৫ কেজি, পোলাও এর চালঃ ১.৫ কেজি, ডালঃ ১ কেজি, সয়াবিন তেলঃ আধা লিটার, সাবান: ২ টি।উল্লেখ্য স্বর্ণনারী এ্যাসোসিয়েশন নিজস্ব অর্থায়ন ও শুভানুধ্যায়ীদের সহায়তায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের উন্নয়ন, নারী-বান্ধব পরিবেশ সৃষ্টি এবং জেন্ডার উন্নয়নে কাজ করে আসছে।