কাজী কেয়া গাজীপুর প্রতিনিদি :-
* ঘটনা: রহিম গ্রুপের ৮ টন রড চুরি।
* অভিযুক্ত ড্রাইভার: মোঃ টিটু।
* গাড়ী নং: ঢাকা মেট্রো-এ-১১-৫৯৮২।
* ডেলিভারির তারিখ: ১৪ মে, রাত আনুমানিক ৯:২০ ঘটিকা।
* গন্তব্য: মেসার্স লোটাস ষ্টীল কর্পোরেশন, ঢাকা।
* উদ্ধারকৃত রডের পরিমাণ: ৬ টন।
* উদ্ধারের স্থান: টঙ্গীর আলম মার্কেট সংলগ্ন বাইতুস সালাম জামে মসজিদের পাশে।
* উদ্ধারকারী কর্মকর্তা: টঙ্গী পূর্ব থানার এসআই সৈয়দ বায়েজিদ।
* রড হস্তান্তর করা হয়েছে: রহিম গ্রুপে কর্মরত ট্রান্সপোর্ট ইনচার্জ ইঞ্জিনিয়ার লিটন হোসেনের কাছে।
* রহিম গ্রুপের জিডি নং: ৭২৯ (সোনারগাঁও থানা)।
* তদন্তকারী কর্মকর্তা (সোনারগাঁও): এসআই ইসলাম।
* টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ: মোঃ ফরিদুল ইসলাম।
* বর্তমান অবস্থা: ড্রাইভার টিটু পলাতক এবং হেল্পার কোম্পানির হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য রয়েছে।
এই ঘটনায় টঙ্গী পূর্ব থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে চুরি যাওয়া রডের একটি বড় অংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে, যা অবশ্যই প্রশংসার যোগ্য। তবে মূল অভিযুক্ত ড্রাইভার টিটুকে গ্রেপ্তার করা এবং বাকি ২ টন রড উদ্ধার করা এখনো বাকি। আশা করা যায়, পুলিশ এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।