নিজস্ব প্রতিবেদক :-
খাগড়াছড়ি পার্বত্য জেলায় স্থানীয় হাট-বাজার ও বাণিজ্য কেন্দ্রগুলোতে নিত্যপনণ্যদ্রব্যসহ সকল প্রকার প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সাধারণ জনগণ তথা ভোক্তা-ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করে নিত্যপণ্যের বাজারদর সহনশীল রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ যথাযথ উদ্যোগ গ্রহণ করে।
আজ ১০ অক্টোবর ২০২৪ খ্রি. বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মোঃ আরেফিন জুয়েল সরেজমিনে খাগড়াছড়ি বাজারের বিভিন্ন নিত্যপণ্যের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
এ সময় তিনি মানসম্মত খাদ্য পণ্য ক্রয় বিক্রয় এবং দ্রব্যমূল্য সহনশীল অবস্থায় রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেন। এবং কোন ধরনের চাঁদাবাজির তথ্য পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তিনি এসময় বলেন, চলমান এ কার্যক্রম অব্যাহত থাকবে।