গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ ও ফরম নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় তৃণমূলের ইচ্ছা ও প্রত্যাশা বিবেচনা করে কমিটি পুনর্গঠন ও সদস্য ফরম নবায়ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে দলীয় সদস্য সংগ্রহের পাশাপাশি সাংগঠনিক শক্তি প্রদর্শন ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখার বার্তা দেন তিনি