খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের মাঝে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বিকেলে মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ভালো রেজাল্ট করতে হলে পড়াশোনার কোন বিকল্প নেই। পুরুষদের পাশাপাশি নারীদের ও শিক্ষায় মনোযোগী হতে হবে। নারীদেরও দেশ গঠনে অবদান রাখতে হবে।”
এ সময় মাদ্রাসার অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হলে তিনি সমাধানের আশ্বাস দেন। অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কাসেম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, মাদ্রাসার প্রভাষক মোঃ মাওলানা ইব্রাহিম মিয়াজি ও প্রভাষক এ টি এম নেচাউল্লাহ।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, প্রতিষ্ঠানটি আলিম পরীক্ষা কেন্দ্র হলেও এখনো পর্যন্ত সীমানা প্রাচীর ও মূল গেইট না থাকায় বিভিন্ন সময় নিরাপত্তাজনিত সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়া অসমাপ্ত অবকাঠামোগত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করার জন্য পার্বত্য জেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা মাদ্রাসার শতাধিক আলিম পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।পরিশেষে চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।