1. live@www.dailymatribangla71tv.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailymatribangla71tv.com : ডেইলি মাতৃবাংলা ৭১ টিভি :
শুক্রবার, ২৭ জুন ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে সনাক-এসিজির মতবিনিময় সভা। টঙ্গীতে বিএনপি’র সদস্য ফরম নবায়ন কর্মসূচি। পদ্মা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃত্যু মহিলা ডাঃ সহ তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। নাটোরে পৃথক পৃথক ভাবে দুই ইউপি চেয়ারম্যান সহ আটক-৬। শেরপুরের নালিতাবাড়ীতে বালুদস্যুদের থাবায় বসতভিটা হারিয়ে বিপাকে এক ভুমিহীন পরিবার। গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালদের সক্রিয় উপস্থিতি। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে মরণফাঁদ! প্রতিদিনই দুর্ঘটনা। খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার পরীক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ। নারায়ণগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের‌ ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা। ঝিনাইগাতীতে পরকীয়ায় জড়িয়ে একুল ওকুল দু কুল হারালেন গৃহবধূ ।

রাঙ্গাপানি সার্বজনীন বিহার অধ্যক্ষের বুদ্ধের তীর্থ দর্শন উপলক্ষে বুদ্ধ প্রতিবিম্ব দান অনুষ্ঠিত ।

ক্যাহলচিং।
  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

ক্যাহলচিং :-

খাগড়াছড়ি জেলা মানিকছড়ি উপজেলা তিনটহরী ইউনিয়নে রাঙ্গাপানি পাড়ার দায়ক-দায়িকাদের আয়োজনে শুক্রবার (২০ জুন )সকালের রাঙ্গাপানি সার্বজনীন বিহারে বিশ্বের শান্তি কামনায় ও বিহার অধ্যক্ষের বুদ্ধের তীর্থ দর্শন উপলক্ষে বুদ্ধ প্রতিবিম্ব দান অষ্টপরিস্কার দান, কল্পতরু, পিন্ডদানসহ নানাবিধ দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় ধর্মীয় গুরুরা পুন্যার্থীর উদ্দেশে ধর্ম দেশনা প্রদান করেন। এসময় জগতের সব প্রাণীর সুখ শান্তি ও মঙ্গল কামনা করা হয়। ধর্মীয় আলোচনা করেন গোদাতলী বেনুবন বৌদ্ধ বিহারে বিহারধ্যক্ষ সুনাইন্দা মহাথের, আশির্বাদক পাইন্ডিতা মহাথের দেবাতলী বেনুবন বিহারে বিহাধ্যক্ষসহ উপজেলা বিভিন্ন বিহারে বিহাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

এসময় ধর্মীয় আলোচনায় ভিক্ষুসংঘ গৌতম বুদ্ধের অহিংসা নীতির আলোকে জীবনাদর্শ গঠন এবং তা প্রতিপালনে উপর গুরুতারোপ করেন। মানুষের দুঃখ থেকে মুক্তি লাভের এবং পার্বত্য চট্টগ্রামসহ মানুষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা করে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহবান জানান। পরে দায়ক দায়িকারা এসময় যে যার সাধ্যমতো প্রদীপ প্রজ্বলন, ফুল-ফল, ছোয়াইং (খাবার) প্রদান করে বৌদ্ধসহ ভান্তেদের তা দান করেন।

দানানুষ্ঠানে রাঙ্গাপানি সার্বজনীন বিহার অধ্যক্ষ উঃ সারা ভিক্ষু সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, বিশেষ অতিথি ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ক্যজরী মারমা, মানিকছড়ি উপজেলা শাখা, মারমা ঐক্য পরিষদ সভাপতি আপ্রুসি মগ, জেলা কমিটি মারমা যুব ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চাইহ্লাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক মংনু মারমা, জেলা কমিটি ছাত্র ঐক্য পরিষদ নেতা শুইচিংহ্লা চৌধুরী, মানিকছড়ি উপজেলা মারমা যুব ঐক্য পরিষদ, সভাপতি উষাজাই মারমা, সাধারন সম্পাদক উষাপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক উগ্যজাই মারমা, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি অংগ্য মারমাসহ শতশত দায়ক- দায়িকাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা বক্তব্য বলেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ সংগঠন সরকারে সহযোগীতা নিয়ে খাগড়াছড়ি জেলা পাশাপাশি তিন পার্বত্য জেলা মারমা জাতিকে সুসংগঠিত করে শিক্ষা, রাস্তাঘাট, বিহার উন্নয়নসহ জাতির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড কাজ করবে । তিনি আরো বলেন, সামনে বাংলাদেশে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে যে প্রার্থীর, মারমা জাতির উন্নয়নে কাজ করবেন, সেই প্রার্থীকে ভোটের মাঠের ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ধর্মীয় অনুষ্ঠান শেষে তিনি রাঙ্গাপানি সার্বজনীন বিহারে নতুন প্রস্তাবিত জায়গায় পরিদর্শন করেন। পরির্দশনকালে তিনি বলেন, রাঙ্গাপানি গ্রামের ১৯১০সালের বিহার প্রতিষ্ঠিত হয়েছে অথচ বিহার এখন জরার্জীন অবস্থায়। বিহারটিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অর্থায়নে এ অর্থ বছরে সম্ভব না হলেও, আগামী অর্থ বছরে বরাদ্দ দিয়ে বিহার নির্মাণ কাজ করবে বলে প্রতিশ্রুতি দেন।

গ্রামবাসী ও মারমা যুব ঐক্য পরিষদ নেতা উচিংমং মারমা বলেন, রাঙ্গাপানি গ্রামবাসী সহযোগিতা বিহার নির্মাণে প্রস্তাবিত জায়গায় মাটি কাটা ও কিছু ইট ক্রয় করা হয়েছে। কিন্তু এলাকায়বাসী অত্যন্ত গরীব হওয়ার নির্মাণ কাজ শুরু করতে পারিনি। সরকার থেকে অনুদান ছাড়া এ বিহার সর্ম্পূণ নির্মাণ কাজ করার সম্ভব নয় বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট