1. live@www.dailymatribangla71tv.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailymatribangla71tv.com : ডেইলি মাতৃবাংলা ৭১ টিভি :
শনিবার, ২১ জুন ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে প্রকাশ্যে যুবদল কর্মীকে পিটিয়ে হত্যা! আলোচিত সবুজসহ তিনজন আটক, এলাকায় উত্তেজনা। গাইবান্ধায় মসজিদের দেড় টন চাল আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। শিক্ষা অফিসার নূর মোহাম্মদের বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ।  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক। রাঙ্গাপানি সার্বজনীন বিহার অধ্যক্ষের বুদ্ধের তীর্থ দর্শন উপলক্ষে বুদ্ধ প্রতিবিম্ব দান অনুষ্ঠিত । ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত উম্মে হাবিবা উদ্ধার: পুলিশের দায়িত্বহীনতায় ক্ষুব্ধ পরিবার। গোবিন্দগঞ্জে নাবালিকা অপহরণ ও ধর্ষণের অভিযোগ: উদ্ধার হয়নি ভিকটিম, মামলা মীমাংসার চাপের অভিযোগ। আলোচনা সমালোচনা – পাহাড়ি – বাঙালি। নাটোরের বড়াইগ্রামে মদ তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল উদ্ধার সহ নারী আটক।

পাহাড়ি জনগোষ্ঠীর মানুষদের সন্দেহ করে পাহাড়ের সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি ঊষাতন তালুকদার। 

মোঃ আব্দুল খালেক।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল খালেক খাগড়াছড়ি প্রতিনিধি :-

তিনি বলেছেন, ‘বাংলাদেশে যে সরকার আসুক না কেন তারা এই পার্বত্য চট্টগ্রাম বা সমতলের আদিবাসীদের মনেপ্রাণে গ্রহণ করতে পারে না। এই মনেপ্রাণে গ্রহণ করতে না পারা থেকে আজকে আদিবাসীদের উপর বৈষম্য করা হচ্ছে। আমাদের উপর ঔপনিবেশিক আচরণ করা হয়।

পার্বত্য চট্টগ্রাম ও পাহাড়ের মানুষকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং এখনো চলতেছে। পাহাড়ি জনগোষ্ঠীকে সন্দেহ করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান করা যাবে না।মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ-পিসিপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঊষাতন তালুকদার বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ।

স্বাধীনতা-সার্বভৌমত্বকে স্বীকার করে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই আশায় আমরা এখনও চেয়ে আছি। কাজেই বিভ্রান্তি নয়, অপপ্রচার নয়, পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে গভীরতর দৃষ্টিকোণ থেকে দেখে এবং পার্বত্য সমস্যা সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে।’

পাহাড়ী ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ম্রানুসিং মারমা, পাহাড়ী ছাত্র পরিষদের সদস্য সৈশানু মারমা।

বক্তারা বলেন, পাহাড়ে যত ধর্ষণ, হত্যা, নিপীড়নের ঘটনা ঘটছে এখন পর্যন্ত একটিরও সঠিক বিচার হয়নি। পার্বত্য চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। পার্বত্য চুক্তির ২৭ বছর পার হয়ে গেলেও চুক্তির মূল বিষয়গুলো বাস্তবায়ন করা হয়নি। এ কারণে পাহাড়ে এখনও নানা অস্থিরতা বিরাজমান। সকালে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে পিসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট