1. live@www.dailymatribangla71tv.com : www.fnnews24.com www.fnnews24.com : www.fnnews24.com www.fnnews24.com
  2. info@www.dailymatribangla71tv.com : ডেইলি মাতৃবাংলা ৭১ টিভি :
শুক্রবার, ২৭ জুন ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে সনাক-এসিজির মতবিনিময় সভা। টঙ্গীতে বিএনপি’র সদস্য ফরম নবায়ন কর্মসূচি। পদ্মা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃত্যু মহিলা ডাঃ সহ তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ। নাটোরে পৃথক পৃথক ভাবে দুই ইউপি চেয়ারম্যান সহ আটক-৬। শেরপুরের নালিতাবাড়ীতে বালুদস্যুদের থাবায় বসতভিটা হারিয়ে বিপাকে এক ভুমিহীন পরিবার। গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালদের সক্রিয় উপস্থিতি। ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে মরণফাঁদ! প্রতিদিনই দুর্ঘটনা। খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার পরীক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ। নারায়ণগঞ্জে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের‌ ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা। ঝিনাইগাতীতে পরকীয়ায় জড়িয়ে একুল ওকুল দু কুল হারালেন গৃহবধূ ।

‎রাজশাহী দুর্গাপুরে জমিজমার বিরোধের সংঘর্ষে নিহত এক আহত-৯ ‎।

মোঃ আকাশ ইসলাম।
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

মোঃ আকাশ ইসলাম রাজশাহী প্রতিনিধি :-

রাজশাহী দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দী গ্রামে গত (১৪ মে) বুধবার বিকালে জমিজমার ভাগবন্টনকে কেন্দ্র করে ভাই-ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাসিবুর (২৫) নামের এক যুবক নিহত হয়। এ সময় আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে অবস্থা আশংকা জনক হলে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘর্ষে আহতরা হলেন, দলিম উদ্দিনের ছেলে ওয়াজেদ আলী (৫৫), সুনু আলী (৪০), শহিদুল ইসলাম (৫২), আব্দুস সালাম (৫৭) ও আলাউদ্দিন (৪৫), একই গ্রামের ইউনুস আলীর স্ত্রী নাজেরা বেগম (৫৫), সিরাজ উদ্দিনের ছেলে নাজমুল হক (৫৫), মোজাফফর হোসেনের ছেলে মোশারফ হোসেন (২৩), কামরুলের ছেলে শাহিন (২৩), আহত সকলেই হোজা অনন্তকান্দী গ্রামের বাসিন্দা।

‎স্থানীয় সুত্রে জানা গেছে, জমিজমার ভাগবন্টনকে কেন্দ্র করে ভাই-ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে মারামারিতে রুপ নিলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থা আশংকা জনক হলে ৬ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে হাসিবুর (২৫) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বর্তমানে এলাকায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করেছেন।‎ এ দিকে, একই ঘটনাকে কেন্দ্র করে (১৫ মে) বৃহস্পতিবার সকালে হান্নান গ্রুপ ও রেজাউল গ্রুপের মধ্যে পুনরায় সংঘর্ষের রুপ নেয়। এ সময় স্থানীয় সার ও কীটনাশকের দোকানঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

‎এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, উক্ত মারামারির ঘটনায় পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট