তাছাড়া রাশেদুল আলম মাদ্রাসার শিক্ষকদের বেতন, বিনামূল্যে বই সহ প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে ব্যক্তিগত অর্থে সহায়তা করেন। পবিত্র মাহে রমজানের দীর্ঘ ১ মাস ৭০-৮০ টি হত দরিদ্র পরিবারকে এক মাসের খাবার খরচ দেন। এছাড়া এলাকার দুস্থ শিক্ষার্থী ও দরিদ্র পরিবার গুলোকে বিভিন্ন সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই ফেরিওয়ালা।
বাছুর আলগা (উত্তর) পীরপাল হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন জীবন বলেন রাশেদুল আলম সাহেব আমাদের এলাকর একজন মানবতার ফেরিওয়ালা তিনি যে কোন বিপদে আপদে এলাকর মানুষের পাশে দাড়ায়। এছাড়াও এলাকর মসজিদ মাদ্রাসা ও এতিম খানা সহ বিভিন্ন উন্নয়নে সহায়তা করেন। এদিকে রাশেদুল আলম বলেন এলাকার মানুষের উপকার করতে পারলে নিজের মনে যে প্রশান্তি আসে তা আমাকে শান্তি দেয়।
জীবনের বাকীটা সময় মানুষের পাশে থেকে সাধ্যমত পাশে থেকে সহায়তা করে যেতে চাই । রাশেদুল আলম বাছুর আগলা সরকারি প্রাইমারি স্কুলের প্রাত্তন প্রধান শিক্ষক মৃত আব্দুস সালাম , মাতা মৃত রায়েদা বেগমের ছেলে। তিনি ১৯৭৩ সালে শেরপুর জেলা,নকলা উপজেলা, চন্দ্রকোনা বছুর আলগা গ্রামে জন্মগ্রহন করেন। তিনি বর্তমানে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ চাইনিজ টেক্সটাইল কোম্পানি লিমিটেডে কান্ট্রি ম্যানেজার হিসে কর্মরত আছেন।