স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন :-
টাঙ্গাইলের ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ গত ২১ অক্টোবর রাতে বিশেষ গোপন সূত্রের খবর পেয়ে ধনবাড়ীর বিভিন্ন গ্রামে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সিআর সাজাপ্রাপ্ত তিনজন আসামি গ্রেফতার করেন এবং বিধি মোতাবেক টাঙ্গাইল বিজ্ঞ আদালতে ২২ অক্টোবর সকালে প্রেরণ করেন । সাজাপ্রাপ্ত পলাতক তিন জন আসামি হলো —
১/আনজু মিয়া, পিতা ইয়াকুব আলী, বাড়ি চাতুটিয়া চেক ডিজঅনার মামলায় বিনাশ্রম ২মাসের সাজা প্রাপ্ত,
২/ এনায়েত হোসেন পিতা এখলাসউদ্দিন বাড়ি পানকাতা , চেক ডিজঅনার মামলায় ৩ মাস বিনাশ্রম সাজা প্রাপ্ত
৩/ মোঃ জাহাঙ্গীর আলম পিতা মোঃ সোরহাব আলী বাড়ি কাকনিআটা পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫ এর ১৬(৩)বি ধারার মামলায় ২ মাস বিনাশ্রম সাজা প্রাপ্ত ।
গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ এর নেতৃত্বে ধনবাড়ী থানা পুলিশ গত রাত্রে অভিযান পরিচালনা করে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন ।
২২ অক্টোবর সকালে আসামিদের টাঙ্গাইল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । উল্লেখ্য ধনবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ ধনবাড়ী থানায় যোগদানের পর থেকেই থানার স্বাভাবিক কার্যক্রমে গতিশীলতা বেড়েছে ।