বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজস আলম ও হাসনাত আব্দুল্লার প্রাইভেট কারকে চাপা দেওয়া ট্রাকটির মালিক আওয়ামী লীগ লেতা এমন মন্তব্য করেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এর সমন্বয়ক- খান তালাত মোহাম্মদ রাফি।
বুধবার (২৭ নভেম্বর) অ্যাএডভোকেট সাইফুল ইসলামের কবর জিয়ারত করে ঢাকা ফেরার পথে সন্ধার দিকে, চট্রগ্রাম -কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়ন এর এক রাস্তার মোড়ে তাদের প্রাইভেট কার চাপা দেয় এক ট্রাক।
এই ঘঠনার প্রেক্ষিতে বুধবার রাতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এর সমন্বয়ক –খান তালাত মোহাম্মদ রাফি তার ব্যাক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেক লাউভে এসে এ তথ্য দেন তিনি। তিনি আরো বলেন, সারজিস-হাসনাত এর গাড়ি চাপা দেওয়া ট্রাকটি আরো দু’টি বাইক কে চাপা দেয় সেই দুটি বাইকও আমাদের ছিল।