স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন :-
সাবেক কৃষিমন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাকের গ্রেফতারে ধনবাড়ীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে। ১৪/১০/ ২০২৪ ইং রোজ সোমবার সন্ধ্যার পর ধনবাড়ী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃত্বে ধনবাড়ী বাসস্ট্যান্ডে শত শত মানুষের সমন্বয়ে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিল পরবর্তীতে মানুষের মাঝে মিষ্টি বিতরন করা হয়। ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান মিছিল পরবর্তী বক্তৃতা প্রদান করেন। এ সময় আরও বক্তব্য প্রদান করেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় বাসস্ট্যান্ড চত্বরে আরও উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহ- সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সী, ধনবাড়ী উপজেলা বিএনপির সহ – সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু সহ উপজেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরাও অংশগ্রহণ করেন। মিছিল পরবর্তী সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।