আল-আমিন স্টাফ রিপোর্টার :-
শেরপুর জেলার সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী মধ্যপাড়া গ্রামে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ জামান মাস্টার, তার ভাই গোলাম রসুল, কাইয়ুম গংদের সন্ত্রাসী হামলায় একই গ্রামের জনৈক কালু খাঁর ছেলে লালু খাঁ (৫৫) ও ছিরু খাঁর ছেলে মোগল খাঁ (৬০) নিহত হয়েছেন।
এছাড়াও আহত হয়েছেন একই পরিবারের নিহত মোগল খাঁর ছেলে নূর মোহাম্মদ (৩৬), তজিমদ্দিন খাঁর ছেলে দুলাল খাঁ (৩২) ও জয়েন খাঁর ছেলে খোরশেদ খাঁ (৬৫)। আহতদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে তাদের মধ্যে গুরুতর মোগল খাঁকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে সে পথিমধ্যে মারা যায়।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার জঙ্গলদী মধ্যপাড়া গ্রামে দুই একর কৃষি জমি নিয়ে একই গ্রামের আমজাদ মুন্সীর ছেলে জামান মাস্টার গংদের সাথে মৃত কালু খাঁর ছেলে লালু খাঁসহ তার ভাইদের জমি সংক্রান্ত বিরোধ ও আদালতে দীর্ঘদিন ধরে মোকদ্দমা চলে আসছিল। এদিকে বৃহস্পতিবার সকালে আমজাদ মুন্সীর ছেলে জামান মাস্টার তার ভাই কাইয়ুম, গোলাম রসুল, রহিজ উদ্দিনের ছেলে দুলাল, শহিজউদ্দিনের ছেলে ইব্রাহিমের নেতৃত্বে ২৫/৩০ জন ধারালো অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী কায়দায় ওই বিরোধপূর্ণ জমি দখল করতে যায়। এসময় তাদের বাধা দিতে গেলে ওই সন্ত্রাসীরা লালু খাঁর বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
পরে গুরুতর আহত লালু খাঁসহ অপরাপর আহতের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক লালু খাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ হাসপাতাল মর্গে নিহত লালু খাঁর ও মোগল খাঁর লাশ সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য ব্যবস্থা নেয়া হয়। এব্যাপারে নিহতদের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম।