চট্টগ্রামের মিরসরাই এ শেখ পোলা যুব সমাজের উদ্যোগে শেখটোলা ১১ নং মঘাদিয়া, মিরশ্বরাই চট্টগ্রাম তৃতীয় তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলটি ১৭ই জানুয়ারি ২০২৫ ইং রোজ শুক্রবার বাদ আচর থেকে রাত ১২,৩০ পর্যন্ত চলে।
উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মনিরুল ইসলাম মজুমদার( কুমিল্লা), প্রধান মুফাসসির হিসাবে ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরের কুরআন হযরত মাওলানা শাহাদাত হোসেন মোজাদ্দেদী, খতিব, বাইতুল আমান জামে মসজিদ, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
বিশেষ মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন বায়তুস সালাম জামে মসজিদের খতিব হযরত মাওলানা সাইফুল ইসলাম, সভাপতিত্ব করেন সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলার বিএনপির আহবায়ক কমিটি সম্মানিত সদস, জনাব দিদারুল আলম চৌধুরী।
এই সময় বলেন বর্তমান সমাজে বসবাস করতে গেলে ওলামা একরামগণদের সম্মানের সহিত কথা বলতে হবে এবং ইসলামিক নীতি নির্ধারণ অনুযায়ী একে অপরের প্রতি আন্তরিকতার মাধ্যমে মিলে-মিশে থাকার অনুরোধ জানান এবং কি মুসলিম উন্মাদ সবাইকে সঠিক সময়ে নামাজ আদায় করারও পরামর্শ দেন তিনি।
পরিশেষে ১১নং মঘাদিয়া ইউনিয়ন ও এলাকার মুসল্লীগণের উপস্থিতিতে মাহফিলটি সুন্দর ভাবে পরিচালনা করেন সবশেষে হযরত মাওলানা সাইফুল ইসলামের দোয়ার মাধ্যমে মাহফিলটি সম্পন্ন করেন।