সিরাজগঞ্জ প্রতিনিধি :-
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করলেন আর্থিক সহায়তা প্রদান করেন মোঃ কামাল হোসেনের প্রতিনিধি দল।
জানাযায়, শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮ থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মোঃ কামাল হোসেন। তার প্রতিনিধি দল পূজা মন্ডব পরিদর্শন কালে আইন শৃঙ্খলা কমিটি দায়িত্ব পালন সঠিকভাবে হচ্ছে কিনা,সে বিষয়ে খোঁজ খবর নেন।
পূজা মন্ডব পরিদর্শন কালে প্রতিনিধি দল উক্ত পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দেন। এবং তারা স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করে বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ সনাতন ধর্মাবলম্বী মানুষদের এই উৎসবকে যেন কোন কুচক্রী মহল হুমকির মুখে ধাবিত করতে না পারে। সেদিকে সজাগ থেকে তাদের পাশে দাঁড়ানোর ব্যাপারে পরামর্শ প্রদান করেন।পাশাপাশি পূজা মন্ডবের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য গণকে সঠিকভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান।
রায়গঞ্জ পূজা মন্ডব পরিদর্শন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রহ্মগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আকবর স্বপন, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম মাস্টার, ধানগড়া ইউপির ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, পাঙ্গাসী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন মুরাদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মোকাদ্দেস হোসেন সোহান, ধানগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আবু হানিফ সহ স্থানীয় নেতৃবৃন্দ।