মোঃসৌরভ শেখ, নিজস্ব প্রতিবেদক :-
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলায় আলোর দিশারি মানবাধিকার সমাজকল্যাণ সংস্থার নতুন শাখা কমিটি ও অফিস উদ্বোধন হয়েছে। গতকাল (১৩ অক্টোবর) শুক্রবার বিকাল চারটায় মোল্লাহাটের চুনখোলা বাজারে এ কমিটি ও অফিস উদ্বোধনের আয়োজন করা হয়।
নবগঠিত কমিটির উপদেষ্টা জনাব মাফিজুর মুন্সির সভাপতিত্বে ও সংস্থার আইন বিষয়ক সম্পাদক মোঃ মাসুম শেখ -এর সঞ্চালনায় উক্ত কমিটি উদ্বোধন করেন আলোর দিশারির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান শেখ। “আলোর দিশারি মানবাধিকার সমাজকল্যাণ সংস্থা- চুনখোলা ইউনিয়ন শাখা” নামধারী এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোঃ আশিকুর রহমান – শাখা সাধারণ সম্পাদক, আব্দুল গফ্ফার মুন্সি-
সহ- সাধারণ সম্পাদক, আজিজুর রহমান- সাংগঠনিক সম্পাদক, রাসেল শিকদার- প্রচার ও গণমাধ্যম সম্পাদক, মিরাজ সিকদার – দপ্তর সম্পাদক, বরকত মুন্সি- ইমার্জেন্সি রেসপন্স টীম।
সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান শেখ তার স্বাগতঃ বক্তব্যে বলেন- আলোর দিশারির সদস্যরা একটি পরিবারের মতন, সকলেই সকলের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয় এবং মানবতার সেবায় একত্রে সর্বশক্তি দিয়ে ঝাপিয়ে পড়ে। আপনারাই আলোর দিশারির আগামী দিনের কর্ণধার। নিজের মেধা ও শ্রম দিয়ে এই সংস্থাকে আরো বেগবান করবেন- এটাই বিশ্বাস। অবশেষে, সংস্থার অফিস উদ্বোধন শেষে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্য যারা উপস্থিত ছিলেন তারা হলেন- আলোর দিশারির বাগেরহাট জেলা কমিটির সভাপতি নির্মল পাল, সাধারণ সম্পাদক মোঃ শামীম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মহারাজ. সাংগঠনিক সম্পাদক মোঃ সুজন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, কোষাধ্যক্ষ গোবিন্দ রায়, কন্ট্রোল রুম এডিটর মোঃ তাইজুল ইসলাম এবং সমাজকল্যাণ বিষয়ক সচিব মোঃ বায়েজিদ।