নিজস্ব প্রতিবেদক :-
মোঃ আব্দুল খালেক খাগড়াছড়িতে ভয়াবহ এক দুর্ঘটনা, খাদে বাস উল্টে শিশু সহ মৃত্যু ২০ জনের । বাসে প্রায় ৪৫ জন যাত্রী ছিল । একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানা যায়। বাসের ভিতরে বহু যাত্রী আটকে রয়েছেন।
তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। পরিস্থিতি এক ভয়ংকর আকার ধারণ করছে। সূত্রের মতে জানা গিয়েছে, আজ সকালে খাগড়াছড়ি জেলার আলুটিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় একটি বাস। অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাসে ৪৫ জন যাত্রী ছিল।
একাধিক শিশুর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অনেকের অভিযোগ ওই বাসটিতে যতজন যাত্রীর ধরার কথা তার থেকে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল। যার ফলে পথে খাগড়াছড়ি জেলার আলুটিলা নামে একটি জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।