খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার :-
নরসিংদী মনোহরদীর কৃষ্ণপুর ইউনিয়নে জমি সংক্রান্ত সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় মোঃ আইন উদ্দিন (৪৮) নামে একজন নিহত হয়েছে।এতে আহত হয়েছেন আরও ৩ জন।শুক্রবার(২২ ই নভেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্ৰামে এ ঘটনাটি ঘটে।
এই ঘটনায় আহতরা হলেন, নিহতের স্ত্রী তাছলিমা আক্তার, ছোট ভাই মাইন উদ্দিন,ও ভাইয়ের স্ত্রী মাহমুদা আক্তার সাথী।নিহত আইন উদ্দীন উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামের ইছাম উদ্দীন এর ছেলে।এ বিষয়ে এলাকাবাসী জানান,দীর্ঘ ১ মাস যাবত আইন উদ্দিনের প্রতিবেশী রফিকুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল।রফিকুল ইসলাম একই গ্ৰামের জালাল উদ্দিনের ছেলে।
এই জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার রফিকুল ২০ থেকে ৩০ জন লোক নিয়ে আইন উদ্দিনের বাড়িতে হামলা চালায়।এতে গুরুতর আহত হয় আইন উদ্দিনের পরিবারের ৪ জন। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।আইন উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক রাত ৮ টার দিকে তিনি মারা যান।মনোহরদী
থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।