খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার :-
নরসিংদীর মনোহরদীতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার(২০ নভেম্বর)সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল এর নির্দেশক্রমে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন,উপজেলা বিএনপির সদস্য সচিব,আমিনূর রহমান সরকার দোলন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ এর নেতৃত্বে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের একটি প্রতিনিধি দল।
উপজেলা নির্বাহী অফিসার বিদায়ী বক্তব্যে উপজেলায় দায়িত্বরত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন,আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতা সব-সময় আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, প্রায় ১ বছর আপনাদের সাথে অতিবাহিত করে বদলিজনিত কারণে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ দায়িত্ব পালন করতে যাচ্ছি।
নতুন কর্মস্থলে আমি যেন নিষ্ঠার সাথে কাজ করতে পারি,সেজন্যে সকলের নিকট দোয়া কামনা করছি।এ সময় উপজেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বকালীন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা ও নতুন কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্বপালনে উত্তরোত্তর সফলতা কামনা করেন।