মোঃ আব্দুল খালেক খাগড়াছড়ি :-
দিনের পর দিন একটি চেয়ারম্যান সার্টিফিকেট এর জন্যে অপেক্ষায় থাকতে হচ্ছে সাধারণ মানুষের। জন্মনিবন্ধন নবায়ন বা ডিজিটাল করা লাগে প্রয়োজনে মৃত্যু সনদ অথবা ওয়ারিশন সার্টিফিকেট অথবা চেয়ারম্যান কতৃক প্রত্যয়ন পত্র কি লাগেনা মানুষের ।
জরুরি কাজ অথচ আজ অফিস খোলা তা কাল অফিস বন্ধ! কত রকমের কাজের জন্য যেতে হয় ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের, অথচ এক ঘন্টার কাজের জন্য দিনের পর দিন অপেক্ষা আর ভোগান্তি পোহাচ্ছে অত্র এলাকার মানুষ।
আমি নিজে ভুক্তভোগী কবে নাগাদ এই সমস্যার সমাধান আসবে তা জানা নেই শুধু মন থেকে চাই এলাকার সাধারণ মানুষের এই ইউপি পরিসেবা সংক্রান্ত ভোগান্তির অবসান ঘটুক অচিরেই ।