নিজস্ব প্রতিবেদক :-
কালের সাক্ষী এবং নানা ঘটনায় ইতিহাসের পাতায় স্থান পেয়েছে বিক্রমপুর। বাংলাদেশে বিক্রমপুর নাম শোনেননি এমন লোকের সংখ্যা নেহাতই কম। বাস্তবে বিক্রমপুর নামের কোন অস্তিত্ব খুঁজে না পাওয়া গেলেও , অভিধান, পুথি-গ্রন্থের মাধ্যমে ইতিহাসে বিক্রমপুর এখনো বিদ্যমান।
সেই বিক্রমপুর নামটির ঐতিহ্য ধরে রাখতে ১৯৮৭ সালে প্রবীণ সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছিল বিক্রমপুর প্রেসক্লাব। মুন্সীগঞ্জ জেলার, লৌহজং, শ্রীনগর, সিরাজদিখানের সাংবাদিকদের নিয়ে গঠিত আঞ্চলিক প্রেসক্লাব বলে পরিচিত বিক্রমপুর প্রেসক্লাব। ১লা নভেম্বর, শুক্রবার গঠন করা হয়েছে বিক্রমপুর প্রেস ক্লাবের নতুন কমিটি ।
সাবেক সভাপতি মো:মাসুদ খানকে সভাপতি ও এসএটিভি ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি এম তরিকুল ইসলাম মাহবুবকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত করা হয়েছে। লৌহজংয়ের হলদিয়াস্থ বিক্রমপুর প্রেসক্লাবের সভাকক্ষে, মো:মাসুদ খানের সভাপতিত্বে, ও অতিরিক্ত সাধারণ সম্পাদক এম তরিকুল ইসলাম মাহবুবের সঞ্চালনায় এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে এতে সকলের সর্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আগামী দু বছরের জন্য সভাপতি হিসেবে মো:মাসুদ খানকে সভাপতি ও এম তরিকুল ইসলাম মাহবুবকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন। বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আলাদ হোসেন। সহ-সভাপতি নজরুল ইসলাম। শফিকুল ইসলাম, মো. আরিফ হোসেন, মো. রফিকুল ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যমের গণমাধ্যম কর্মীরা।