মাটি মামুন রংপুর ব্যুরো :-
গত ২০ শে নভেম্বর বুধবার দিবাগত রাতে রংপুরের বাড়িতে কেন্দ্রীয় নেতা রাশেদুল হক সরকার রাশেদ এর সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রংপুর জেলা জেড ফোর্স এর নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন তারেকুর রহমান তারেক, মাটি মামুন, শরিফুল ইসলাম, চৌধুরী, জাকির হোসেন , রোকন,জামি, মানিক,বিপ্লব, বিপন,ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় রাশেদুল হক সরকার রাশেদ বলেন আগামী দিনগুলো বি,এন,পি”র কেন্দ্রীয় কর্মসূচী সফল সহ দেশ গঠনে বদ্ধ পরিকর থাকার আহবান জানান। উল্লেখ – জেড ফোর্স ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের মুক্তিবাহিনীর প্রথম সামরিক ব্রিগেড এটির তুরা ব্রিগেড নামেও পরিচিতি আছে।
ব্রিগেডটি বাংলাদেশের অস্থায়ী সরকার এর অনুমোদন সাপেক্ষে মেজর জিয়াউর রহমানের অধীনে গঠিত হয়।৭ জুলাই, ১৯৭১ ব্রিগেডটি গঠিত হয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ১ম, ৩য় এবং ৮ম ব্যাটালিয়নের সমন্বয়ে। এটাই ছিল তৎকালীন স্বাধীনতাযুদ্ধ পরিস্থিতিতে প্রথম একটি সম্পূর্ণ ব্রিগেড।