স্টাফ রিপোর্টার : –
বাসন মেট্রো থানা প্রেসক্লাব- এর ২০২৪-২৫ সালের একত্রিশ বিশিষ্ট নব-নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। ৩য় বার্ষিক সাধারণ সভায়, গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা প্রেসক্লাবে’র কমিটিতে নব-নির্বাচিত (সিনিয়র সহ-সভাপতি) পদে মো: টুটুল তালুকদার নির্বাচিত হয়েছেন। তিনি দৈনিক সময়ের ডাক পত্রিকা’র ও প্রিন্স নিউজ ২৪বিডি (সম্পাদক // প্রকাশক)। রোজ সোমবার ১৮ নভেম্বর ২০২৪ ইং তারিখ অদ্য সকাল ১০ ঘটিকার সময় পালের পাড়া আক্তার মার্কেটে তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
নির্বাচিত কমিটির (সভাপতি) পদে মোঃ সাজ্জাকুল ইসলাম রাজ্জাক (দৈনিক সময়ের ডাক) এবং (সাধারণ-সম্পাদক) মো: মনজুর আলম সরকার (দৈনিক মাতৃ বাংলা ৭১ টিভি), (সাংগঠনিক সম্পাদক) পদে নির্বাচিত হয়েছেন এম এইচ হাসান। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, (সহ-সভাপতি) শফিকুল ইসলাম সাজু (দৈনিক সময়ের দেশ), আলমগীর হোসেন (রাব্বি) ও ওবায়দুল জয়, (সিনিয়র সহ-সভাপতি) মেহেদী হাসান (Atv), সোলায়মান হোসেন রাজু (জাতীয় দৈনিক একুশের সংবাদ), (যুগ্ম সাধারণ সম্পাদক) ইব্রাহিম খলিল, মাহমুদা আফরোজ লিজা ও সজীব আহমেদ সুজন (দৈনিক সময়ের ডাক), (মহিলা সম্পাদক) হেলেনা আক্তার ৩য় বারের মত নির্বাচিত হয়েছেন।
(সমাজ কল্যান বিষয়ক সম্পাদক) আফনান মামুন চৌধুরী (দৈনিক সময়ের ডাক) এবং খোকন মিয়া, এম এ হাসান, আকাশ মিয়া, প্রমুখ আরো বিভিন্ন সম্পাদক ও সদস্য সহ ৩১ সদস্য বিশি্ষ্ট কমিটি প্রকাশিত হয়েছে। নব-নির্বাচিত (সিনিয়র সহ সভাপতি) টুটুল তালুকদার বলেন, আমার প্রতি আস্থা রেখে আমাকে নির্বাচিত করায় সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাই। গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা প্রেসক্লাবে’র অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। এ সময় নতুন নেতৃত্বকে শুভকামনা জানিয়ে, গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে বাসন মেট্রো থানা প্রেসক্লাব আরো অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
আশা করি, সকল সদস্য ও শুভানুধ্যায়ীর সহযোগিতায় বাসন মেট্রো থানা প্রেসক্লাব অনন্য উচ্চতায় পৌঁছে যাবে।সাধারণ সভায় সভাপতিত্ব বক্তব্যে জনাব মো. সাজ্জাকুল ইসলাম রাজ্জাক বলেন, পুরাতন দিনের গ্যালানি মুছে ফেলে আগামী দিনে সুন্দর ও শ্রেষ্ঠ সুশৃংখল সংগঠনে যাবে যাতে পরিচিতি পায়। এই হিসাবে কাজ করার জন্য সকলের কাছে উদাত্ত আহবান জানান।
বিগত দিনের জন্য ভুল ত্রুটি ক্ষমা চেয়ে পুরাতন কমিটি বিলুপ্তি ঘোষণা করে। নতুন কমিটি করার জন্য জনাব মেহেদী হাসানকে আহ্বায়ক দায়িত্ব দেন। জনাব মেহেদী হাসান দ্বিতীয় পর্বে সভাপতি দায়িত্ব গ্রহণ করে দীর্ঘ আলাপ-আলোচনা শেষে জনাব সাজ্জাকুল ইসলাম রাজ্জাক কে পুনরায় (সভাপতি) এবং মনজুর আলম সরকার কে (সাধারণ-সম্পাদক) এম এ হাসানকে (সাংগঠনিক সম্পাদক) করে একত্রিশ বিশিষ্ট কমিটি গঠন করেন।
উক্ত কমিটির সভাপতিত্ব করেন, সাজ্জাকুল ইসলাম রাজ্জাক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মনজুর আলম সরকার উক্ত কমিটি প্রকাশ করেন, মেহেদি হাসান অত্র কমিটি নির্বাচনী সভায় বিশেষ বক্তব্য রাখেন নির্বাচিত কমিটির (সহ সাধারন-সম্পাদক) মোঃ খোকন। সভাপতির বক্তব্যর মাধ্যমে নির্বাচনী আলোচনা, সভার সমাপ্তি ঘটে।