স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন :-
টাঙ্গাইলের ধনবাড়ীর ২নং বানিয়াজান ইউনিয়নে ১৭ নভেম্বর রবিবার বিকেলে ধনবাড়ী উপজেলার রুপকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে ।
বানিয়াজান দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , জননেতা আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন । উক্ত জনসভায় সভাপতিত্ব করেন বানিয়াজান ইউনিয়নের সভাপতি মোঃ শফিকুল ইসলাম চাঁন । বানিয়াজান ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এ এম এ ছোবাহান , সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন এবং মধুপুর পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ারা খন্দকার লিলি ।
প্রধান অতিথির বক্তব্যে জননেতা আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন,’ এই বানিয়াজান ইউনিয়ন আমার হাতে গড়া । তাই বানিয়াজান ইউনিয়ন বাসীর নিকট আমার একটাই চাওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জনগণের সেবা করার সুযোগ দিতে হবে । গত ১৫ বছর আমরা আপনাদের কাছে আসার সুযোগ পাই নাই , তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাদের আপনাদের কাছে আসার এবং সেবা করার সুযোগ করে দিন ।
ধনবাড়ী উপজেলা যেহেতু আমার আপনার নেত্রী বেগম খালেদা জিয়া করে দিয়েছিলেন তাই এবার কিন্তু সুযোগ এসেছে ভোটের মাধ্যমে সেই ঋণ পরিশোধ করার । জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আগ্রহ সৃষ্টি করতে হবে । আমার নেতাকর্মীরা কোথাও কোন অন্যায়, কোন চাঁদাবাজি সংগঠিত, হতে দিবে না ।
জনগণের ভালোবাসা অর্জন করতে সবাই চেষ্টা করবে । আমার নেতা তারেক রহমান আগামীতে পারিবারিক কার্ডের মাধ্যমে সমাজের অসহায় মহিলাদের পাশে দাঁড়াবেন । এই কার্ড শুধুমাত্র মহিলাদের জন্য হবে ‘ । পরিশেষে তিনি শহীদ সাজিদ এবং সরকার শহীদ এর রুহের মাগফিরাত কামনা করেন । জনসভায় সকল স্তরের মানুষের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গন পরিপূর্ণ হয়ে যায় ।