বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৮ জানুয়ারি ২০২৫ ইং শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে আমিরে জামায়ত ডা: শফিকুর রহমান এর আগমন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুর্গাপুর উপজেলার উদ্যোগে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে প্রচার মিছিল ও পথ সমাবেশ করেন।
১৭ জানুয়ারি ২০২৫ ইং শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলার আয়োজনে প্রচার মিছিল ও পথ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রচার মিছিল ও পথ সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম মাস্টার, সেক্রেটারি শামীম উদ্দিন মাস্টার, পৌর আমীর মাওলানা নুর আলম, শ্রমিক নেতা হাজী আমজাদ হোসেন, জামায়াত নেতা অধ্যাপক জাবের আলী, দেলুয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জিয়াউর রহমান, ঝালুকা ইউনিয়ন আমীর মাওলানা আলিউল ইসলাম, যুব নেতা জুবায়ের মাহমুদ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলার রাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া চত্বরে গিয়ে সবাই একত্রিত হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা শনিবার রাজশাহী মাদ্রাসা মাঠে কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।