——————————————————–
পুলিশ -জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্য নিয়ে রংপুরের পীরগাছা থানার আয়োজনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
জনসাধারণের অংশ গ্রহণে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বৃহস্পতিবার(১৭ অক্টোবর) সকালে পীরগাছা থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও এস আই শাহনেওয়াজ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফ উদ্দিন,অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, পুলিশ সুপার রংপুর।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার,(সি সার্কেল) মাহমুদুল হাসান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, আফছার আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব, মতিয়ার রহমান খন্দকার, উপজেলা জামায়াতের আমীর মোস্তাক আহমেদ, ইউপি চেয়ারম্যান, বজলুর রশিদ মুকুল,আব্দুস সালাম আজাদ জুয়েল, পীরগাছা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সেক্রেটারী জাকির আহমেদ, সিনিয়র সাংবাদিক তোজাম্মেল হক মুন্সী, ছাত্র প্রতিনিধি শামীম হাসান ও মাহিম মিয়া প্রমূখ।
রংপুর জেলা পুলিশ সুপার, মোহাম্মদ শরীফ উদ্দিন, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।
পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে এবং করবে,মাদকের সঙ্গে কোনো আপোষ নেই।এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্য সচিব হয়েছেন রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ।
জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত অন্তর্বতীকালীন সরকারের সার্বিক নির্দেশনা বাস্তবায়নের প্রত্যয় নিয়ে বাংলাদেশের সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণের বিশেষ আলোচনা সভা শেষে বুধবার (১৬ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের ঘোষনা দেওয়া হয় নবগঠিত কমিটির আহ্বায়ক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী আমজাদ হোসেন আশরাফী, সাতজন যুগ্ন আহ্বায়কসহ আলহাজ্ব আব্দুল মজিদ সদস্য সচিব হিসাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটিতে ১২ জন সদস্যের নাম উল্লেখপূর্বক প্রতি জেলা থেকে বাকী একজন করে সদস্য নিয়ে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশনের সদস্য সচিব আলহাজ্ব আব্দুল মজিদ নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণীপেশার মানুষ।
তারিখঃ ১৭-১০-২৪
মোবাইলঃ ০১৭২৫৬৭১৯০২