বাংলাদেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে কানাডা বলেছে, তারা ধর্মীয় সংখ্যালঘু, যুবক, নারী ও অন্যান্য সংখ্যালঘুসহ সমাজের সকল স্তরের ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণের প্রত্যাশা করে। একটি অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় সমর্থনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত হতেও আগ্রহী কানাডা।
এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, কানাডা সবাইকে শান্ত থাকার আহ্বান পুনর্ব্যক্ত করছে এবং গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক শাসন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও আইনের শাসনের নীতি প্রচারে সব পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছে।