পীরগাছা (রংপুর) প্রতিনিধি :-
রংপুরের পীরগাছায় এই প্রথম আলিফ লাম মীম ট্যুর এন্ড ট্রাভেলসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে পীরগাছা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন নাসির প্লাজার দ্বিতীয় তলায় এ ট্যুর এন্ড ট্রাভেলসের উদ্বোধন করা হয়।
আলিফ লাম মীমের ব্যবস্থাপনা পরিচালক আহসান আমিন তনি জানান, যারা নিরাপদে বিদেশ যেতে চাচ্ছেন তারা নির্ভয়ে আমাদের ট্যুর এন্ড ট্রাভেলসের মাধ্যমে যেতে পারবেন। আমাদের সেবার মধ্যে রয়েছে স্টুডেন্ট, টুরিস্ট, লেবার ও মাল্টিপল ভিসা। এছাড়াও যারা দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান যেতে চান তারাও যেতে পারবেন। বিশেষ সার্ভিসের মধ্যে রয়েছে হজ¦, ওমরা ও হেলিকপ্টার সার্ভিস।
শুরুতে দোয়া পরিচালনা করেন আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক আসাদুজ্জামান আল আমিন। এসময় উপস্থিত ছিলেন নাসির প্লাজার নাসির আহমেদ ভূঁইয়া, আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের সভাপতি আবুল হোসেন, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল ওয়াহেদ, ব্যবসায়ী জাকির আহমেদ প্রমুখ।