1. dailymatribangla71tv.com@gmail.com : দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি : দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি
  2. dailymatribangla71tv@gmail.com : dailymatribangla71tv@gmail.com : dailymatribangla71tv@gmail.com
পাল্টে গেলে। - দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ পূর্বাহ্ন

পাল্টে গেলে।

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ বার পড়া হয়েছে

তাসমিয়া মিম ~

একটু একটু করে নয়, হঠাৎই পাল্টে গেলে তুমি,!
অথচ বছর খানেক আগে জখন দেখা হয়েছিলো,
তখন এক তাল নরম মাটি ছারা আর কিছুই মনে হয়নি।
এক তাল মাটি যা দিয়ে ইচ্ছে মতন মূর্তী গড়া যায়।
তীল তীল করে আমি তোমাকে আমার মনের মতন করে গরে তুলে দিয়ে
হাত ছেরে দিয়ে ছিলাম দেখার জন্য জে তুমি আমাকে কতটা আপন ভাবো।
প্রথম দিনেই চমৎকার ভাব হয়ে গেছিলো আমাদের,!
যেন জম্মাবার পর ১৬ বছর অপেহ্মা করেছি তোমাকে দেখার জন্য,।

প্রথম জখন তুমি বল্লে তোমাকে সব সময় ভালোবাসবো আগলে রাখবো,,
,,সেই গলার স্বরটা এখনও কানে বাজে,,,!!
এই অন্ধঘরে বাঁচার একমাএ আন্দন ছিলে তুমি,।
আমি যেন পুরো সূর্যকেই হাত করে নিয়েছি,
কখন জে সেই সূর্যগ্রহনে নোংরা ছায়া লাগলো কে জানে।
আমি তোমার ভালোবাসা পাওয়ার আশায় নিশ্ব হয়েগিয়েছিলাম,
পাগলের মত এখানে ওখানে ছুটে চলেছি।
এখন কেমন শক্ত হয়ে গেছি চট করেই মনের কথা বলার মনটাই মরে গেছে,
আর সেই ফাকে বদলে গেলে তুমি।
আমি ভেবে নিলাম আমিই দায়ী,,।
কাদার তালটা যে বাইরের আঁচে শক্ত হয়ে ঢেলা পাকিয়ে যাচ্ছে টেরও পাইনি আমি,,
এখন মূর্তী গড়া হলোনা বলে আফসোস করে কি হবে।
এখন এসব মনে পরতেই হাউ হাউ হয়ে করে কেদে ফেল্লাম একা ঘরেই,।
বাদা দিয়ে লাভ নেই বুঝে সরে গেলাম,।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি এর কোন নিউজ অনুমতি ছাড়া কপি করা বেআইনি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট