স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন :-
আজ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌরসভার কাঁচাবাজারে ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাজার দর পর্যবেক্ষণ করা হয় । ধনবাড়ী উপজেলা প্রশাসনের সম্মানিত এসি ল্যান্ড ফারাহ ফাতেহ তাকমিলা মহোদয় কাঁচাবাজার ঘুরে ঘুরে বিভিন্ন অসঙ্গতি দেখতে পান ।
দোকানে মূল্য তালিকা না থাকা , ক্রয় রশিদ সংরক্ষণ না করা , দোকানের সামনে ময়লা আবর্জনা ফেলা , ক্রয় বিক্রয় এর মধ্যে ব্যাপক পার্থক্য থাকা এরকম নানাবিধ কারণে ছয় জনকে বিভিন্ন মেয়াদে জেল অনাদায়ে টাকার অংকে জরিমানা করা হয়েছে । ধনবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার আব্দুল্লাহ ইবনে হোসাইন বাজার দর তদারকিতে সাহায্য করেন ।
এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম হাই , ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) , সাংগঠনিক সম্পাদক মোঃ রনি, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন সহ ধনবাড়ী থানা পুলিশ ।
জেল জরিমানা প্রাপ্ত ব্যবসায়ীরা হলেন —
১/দুলাল পিতা আবুল হোসেন (তরকারি বিক্রেতা)
ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের ৩৮ ধারায় ১০০০ টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের জেল
২/ মোঃ আব্দুল হাই পিতা মৃত মোঃ মফিজ উদ্দিন , ( চাল,ডাল,তেল,আলু, পেঁয়াজ, রসুন বিক্রেতা) ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের ৩৮ ধারায় ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ২দিন জেল
৩/ মোকাদ্দেস আলী পিতা মৃত হাছেন আলী ( মনোহরী পণ্য বিক্রেতা)
ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের ৩৮ ধারায় ১০০০ টাকা জরিমানা অনাদায়ে ২ দিনের জেল
৪/ আলহাজ্ব রমজান আলী তালুকদার পিতা মৃত আসকর আলী (আলু পেঁয়াজ আড়ত) ভোক্তা অধিকার ২০০৯ আইন সালের ৩৮ ধারায় ২০০০ টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের জেল
৫/ রেজাউল করিম পিতা আনিছুর রহমান (ডিমের আড়ত, কেন্দুয়া রোড)
ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের ৩৮ ধারায় ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ২ দিন জেল
৬/ মোঃ সোহেল রানা পিতা মৃত শামসুল হক (পেঁয়াজ, রসুন বিক্রেতা)
ভোক্তা অধিকার আইন ২০০৯ সালের ৩৮ ধারায় ৫০০ টাকা জরিমানা