1. dailymatribangla71tv.com@gmail.com : দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি : দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি
  2. dailymatribangla71tv@gmail.com : dailymatribangla71tv@gmail.com : dailymatribangla71tv@gmail.com
দূর্গা পূজার নিরাপত্তায় সার্বক্ষণিক সজাগ ধনবাড়ী থানা পুলিশ। - দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

দূর্গা পূজার নিরাপত্তায় সার্বক্ষণিক সজাগ ধনবাড়ী থানা পুলিশ।

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন :-

টাঙ্গাইলের ধনবাড়ীতে দূর্গা পূজার নিরাপত্তায় সার্বক্ষণিক সজাগ রয়েছে ধনবাড়ীর থানা পুলিশ। তদন্ত ওসি মোঃ ইদ্রিস আলী জানান ধনবাড়ী উপজেলার মোট পূজা মণ্ডপের সংখ্যা ৩২ টি , এর মধ্যে ৭ টি পূজা মণ্ডপকে অধিক গুরুত্ব দিয়ে নিরাপত্তার বিষয়টি দেখভাল করার জন্য ধনবাড়ী থানা পুলিশ সজাগ রয়েছে।

এরপর ১১ টি পূজা মণ্ডপকে গুরুত্বপূর্ণ বিবেচনায় ধনবাড়ী থানা পুলিশ নিরাপত্তা নিশ্চিত করবে। বাকি ১৪ টি পূজা মণ্ডপেও নিরাপত্তার বিষয়টি জোড়ালো ভাবে দেখা হবে। মুলত এসব পূজা মণ্ডপে দর্শনার্থীদের আগমনের সংখ্যার উপর নির্ভর করে তিন শ্রেণীর নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করা হয়েছে। ০৯/১/২০২৪ ইং রোজ বুধবার ধনবাড়ী থানা পুলিশ দূর্গা পূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তার মহড়ার ব্যবস্থা করে।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ এর নেতৃত্বে এই নিরাপত্তা মহড়া সম্পন্ন হয়েছে।এ ব্যাপারে অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ বলেন, ‘ চলমান দূর্গা পূজা সুষ্ঠ সুন্দর ভাবে কোন রকম অপ্রিতিকর ঘটনা না ঘটিয়ে যেন উদযাপন করা যায় সে জন্য ধনবাড়ী থানা পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করে যাচ্ছে । কোথায়ও নিরাপত্তা বিঘ্নিত জনিত কোন খবর পাওয়া মাত্রই দ্রুত সময়ের মধ্যে পুলিশের টিম সেখানে হাজির হয়ে যাবে ‘।

মহড়ার প্রথমেই ধনবাড়ী থানা পুলিশ পুরো টিম নিয়ে সিংগাআটা শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু চিত্তরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক বাবু অধীর চন্দ্র সরকার, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান), সাংগঠনিক সম্পাদক মোঃ রনি, ক্রীড়া সম্পাদক তাছিন আহমেদ সহ অন্যান্য সংবাদিক বৃন্দ।

ধনবাড়ী থানার তদন্ত অফিসার মোঃ ইদ্রিস আলী জানান, এবারের দূর্গা পূজায় ধনবাড়ী উপজেলার সার্বিক নিরাপত্তা এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নেই । ধনবাড়ী থানা পুলিশ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। কোথায় আইন-শৃঙ্খলার সামান্যতম অবনতি হলে সাথে সাথেই পুলিশের টিম হাজির হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে । প্রতিটি পূজা মণ্ডপে পরিদর্শন বহি রাখা আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে ।

দূর্গা পূজাকে কেন্দ্র করে কোন মহলের বিশৃঙ্খলা সৃষ্টির অবকাশ নাই । ধনবাড়ী উপজেলার সকল সনাতনী ভাই বোনেরা নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর আওতায় নির্বিঘ্নে দূর্গা পূজা উদযাপন করতে পারবেন ‘। এরপর ধনবাড়ী থানা পুলিশ টিম ধনবাড়ী উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি এর কোন নিউজ অনুমতি ছাড়া কপি করা বেআইনি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট