তোমার নরম ঠুঁটের উষ্ণতায় জেগে উঠুক আমার প্রতিটা সকাল,
তৈরি হোক আবার নতুন করে প্রেমে পরা,!
তোমার প্রতি জম্মাক আমার আরোও ভালোবাসা,
শেষ না হোক এতটা কাছে আসা।
বারান্দার দিকে তাকিয়ে দেখি একটি চাঁদ বাহিরে ওই দূর আকাশে হাঁসে,
দেখে খুব লজ্জা লাগলো এই বুঝি সে আমাদের সহায় হলো,
তার রুপ জেনো নেমে আসলো আমার ঘরে,।
ঘোমটা খুলে আমি তাকিয়ে মুগ্ধসয়ে,
মায়াবী চাহনী আমার বুকে প্রতিটা তীরের মত লেগে জাচ্ছে,
সুন্দর হাঁসির অধীকারি আমার প্রিয়ো অর্ধাঙ্গিনী,
তার কোমল গালের কোণে হাত বারাতেই দেখলাম বিন্দু করে ছুট্টো একটা তীল
ঘায়েল করে নিলো এক নিমিশেই আমাকে।
ঠান্ডা হাতপর স্পর্শে আমি শীহরিত হয়ে উঠলাম আমি,
নতুন করে আবারোও প্রেমে পরলাম,
হাতের স্পর্শের সেই জায়গাতেই চুম্মন করলাম,
অসম্ভব একটা অনুভুতি কাজ করছে দুই পাশ দিয়ে গিরে রাখা বুক পাজরের বিতরে।
ঝানালার পাশটায় বসে দূর আকাশে তাকিয়ে,
হাতে গরম চায়ের কাপ,
প্রিয়ো অর্ধাঙ্গিনীর সাথে বসে আমি জেনো কত বছর কাটিয়ে দিয়েছি।
কৃষ্ণচুরার ডালে বসে পাখির হৈইচৈই জেনো কানেই ডুকছেনা,
রক্তচাপ জেন শুদু বেরেই চলেছে,
বুকের স্পন্দন জেনো কমছেইনা,
তার দিকে তাকিয়ে আমি ভাবছি,
অনেক আগে কেনো তাকে পেলাম না
কেনো এত ভালোবাসার উষ্ণতায় ডুবে গেলাম না কেনো এত দেরি করে তার আগমন হলো আমার জীবনে।
সাগর নয় সমুদ্র নয় তাকে নিয়ে আমি গুরবো আইলি বিলের ধার ঘেসে,
ঠান্ডা হাওয়া মধূময় বিকেল
হাতের ওপর হাত মুঠোয় ফুল, খোপায় বেলি ফুলের গাজরা,
মুখের সেই মিষ্টি হাসি দেখে আমি আমার জীবনের সব মূহুর্ত কাটিয়ে দিবো।