স্টাফ রিপোর্টার মো: দেলোয়ার হোসেন :-
ভারতের পুরোহিত রামগীরী ও বিধায়ক রানে কর্তৃক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তি এবং অবমাননার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। ধনবাড়ীর হেরার জ্যোতি যুব সংঘের সভাপতি হাফেজ সিফাত উল্লাহ, সাধারন সম্পাদক মাওলানা হুসাইন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম রবিন, প্রচার সম্পাদক রিয়াদ হাসান বক্তব্য রাখেন।
মওলানা হুসাইন মাহমুদ এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মুফতি আতিকুর রহমান খান, মুফতি রুকনুজ্জামান ,হাফেজ রুহুল আমিন, উপদেষ্টা আলি হাসান শাহরিয়া সহ অনেকেই। বিক্ষোভ মিছিলে ধনবাড়ী পৌর বিএনপির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সহ সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান, সাংগঠনিক সম্পাদক মো: শাহ্ পরানুল ইসলাম রনি, সাংবাদিক তাছিন রহমান, খাদেমুল ইসলাম রাফি সহ অনেক সাংবাদিক।
এসময় আরো উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুর রহমান সহ অনেক আলেম ওলামা সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২ টায়, ধনবাড়ী উপজেলার নবাব শাহী ঈদ গাহ মাঠ থেকে মিছিল টি শুরু হয়ে নবাব বাড়ি রোড হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে কলেজ রোড প্রদক্ষিন করে বাজার রোড হয়ে ধনবাড়ী বাসস্ট্যান্ড এসে মোনাজাত করে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।