1. dailymatribangla71tv.com@gmail.com : দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি : দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি
  2. dailymatribangla71tv@gmail.com : dailymatribangla71tv@gmail.com : dailymatribangla71tv@gmail.com
৫নং দুওসুও ইউনিয়ন এর মোসা: মাসুদ রানা তিন বছর জাবত মেরুদন্ড রোগে আক্রান্ত। - দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

৫নং দুওসুও ইউনিয়ন এর মোসা: মাসুদ রানা তিন বছর জাবত মেরুদন্ড রোগে আক্রান্ত।

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৪৬ বার পড়া হয়েছে

‍মানবিক নিউজ :-

তিনি জানান:-আমি তিন বছর জাবত মেরুদন্ড রোগে আক্রান্ত। আমার বাবা ছোট কালে মারা গিয়েছে এবং মা নানি বাড়ি চলে গেছে। আমার ছোট ছোট দুইটি বাচ্চা রয়েছে। ডাক্তার জানান জে উন্নত মানের চিকিৎসার জন্য আমাকে ভারত জেতে হবে, আমি বর্তমানে নিঃস্ব হয়ে গেছি।

তিন লহ্মটাকা ব্যায় করলাম চিকিৎসার জন্য কিন্তু কোনো সুফল পেলাম না। আমার দুই সন্তান এবং স্ত্রী কে খরচ বহন করতে ব্যর্থ হচ্ছি। সবাই আমাকে সহযোগীতা করবেন এবং দোয়া করবেন জেনো সুস্থ হতে পারি, আমার বিকাশ এবং নগদ নাম্বার জে জেমন পারেন সহযোগীতা করবেন(01721915153)

তিনি আরোও জানান জে আমি চেয়ারম্যানের কাছে গিয়েছি সহযোগীতার জন্য, তিনি আমাকে লিখিত ভাবে জানিয়েছেন:-

এই মর্মে প্রত্যয়ন পত্র প্রদান করিতেছি যে, মোঃ মাসুদ রানা, পিতা-মৃতঃ মহসিন আলী, মাতাঃ- মোছাঃ মরিয়ম বেওয়া, স্থায়ী ঠিকানা- গ্রামঃ-লালাপুর (কাজীবন্ধী) ওয়ার্ড নং- ০৪, ডাকঘরঃ- কালমেঘ-৫১৪০, উপজেলাঃ- বালিয়াডাঙ্গী, জেলাঃ ঠাকুরগাঁও। জন্ম তারিখঃ- ০৯/০২/১৯৯৯ খ্রি.। তিনি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও আমার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। আমি তাহাকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি। সে দীর্ঘদিন যাবৎ মেরুদন্ড সমস্যায় ভোগেতেছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার অপারেশন করা প্রয়োজন। এতে আর্থিক সহায়তা দরকার। এমতাবস্থায় সকল দাতা সংস্থাসহ বিত্তবানদের আর্থিক সহায়তা দানে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। যাতে মো: মাসুদ রানার সুচিকিৎসার সুযোগ হয়।

আমি তার জীবনের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি।

আপনাদের একটু সহযোগিতায় বেঁচে যেতে পারে মাসুদ রানার জীবন

যোগাযোগের ঠিকানা :-
মোঃ মাসুদ রানা,
পিতা-মৃতঃ মহসিন আলী,
মাতাঃ- মোছাঃ মরিয়ম বেওয়া,
স্থায়ী ঠিকানা- গ্রামঃ-লালাপুর (জেলাঃ ঠাকুরগাঁও
মুবাইল নাম্বার :- 01721915153

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি এর কোন নিউজ অনুমতি ছাড়া কপি করা বেআইনি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট