আল-আমিন স্টাফ রিপোর্টার :-
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর দাড়িয়ারপাড় গ্রামে ১১৫ মিটার কাঁচা রাস্তার উপর সিসি ঢালাইয়ের মাধ্যমে পাকা করণ সম্পন্ন হয়েছে।
ধানশাইল ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে রবিবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম।
উদ্বোধন শেষে ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বলেন, প্রকল্পের শুরুতে পুরো রাস্তার খানাখন্দ থাকায় তা সমান করতে মাটি ভরাট করা হয়। এরপর রাস্তাটির দুই পাশে স্থাপন করা হয় দশ ইঞ্চি করে ইটের গাঁথুনি, যা রাস্তার স্থায়িত্ব এবং টেকসই ক্ষমতা বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ।
রাস্তার ঢালাইয়ের সময় পাঁচ ইঞ্চি সিসি (সিমেন্ট-কংক্রিট) ঢালাই করা হয়েছে, ফলে রাস্তার পৃষ্ঠকে আরও শক্তিশালী করেছে। এই উন্নয়ন কর্মসূচি এলাকাবাসীর যাতায়াতের কষ্ট লাঘব করতে এবং নিরাপদ পরিবহন নিশ্চিত করতে সহায়ক হবে। নতুন পাকা রাস্তা হওয়ায় এলাকার মানুষ এবং শিক্ষার্থীদের জন্য যাতায়াত সহজ ও নিরাপদ হয়েছে।
এই উন্নত রাস্তাটি শুধু যে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়াকে সহজ করবে তাই নয়, স্থানীয় কৃষকদের জন্যও নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। বিভিন্ন হাটবাজারে কৃষি পণ্য পৌঁছানো এখন আর বড় কোনো চ্যালেঞ্জ নয়। রাস্তা উন্নয়নের এই পদক্ষেপটি নিঃসন্দেহে এলাকাবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ,২ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: নুর ইসলাম, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সাহের আলী, স্থানীয় সমাজ সেবক মো: ইসমাইল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।