1. dailymatribangla71tv.com@gmail.com : দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি : দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি
  2. dailymatribangla71tv@gmail.com : dailymatribangla71tv@gmail.com : dailymatribangla71tv@gmail.com
গাজীপুর নিউজ একটি সম্পূর্ণ মিথ্যা ফেক আইডি যা খোলা হয়েছে মানুষের সম্মান নষ্ট করার জন্য। - দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

গাজীপুর নিউজ একটি সম্পূর্ণ মিথ্যা ফেক আইডি যা খোলা হয়েছে মানুষের সম্মান নষ্ট করার জন্য।

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে

মনজুর সরকার ক্রাইম রিপোর্টার গাজীপুর :-

গাজীপুর নিউজ একটি সম্পূর্ণ মিথ্যা ফেক আইডি যা খোলা হয়েছে বিভিন্ন রাজনৈতিক সাংবাদিক ব্যবসায়ীও বিভিন্ন পেশার মানুষের নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন করা। ওপরে উল্লেখিত বিষয়গুলি প্রমাণ তুলে ধরার আগে আমি আমার পরিচয় উত্থাপন করছি আমি সাংবাদিক মনজুর সরকার গাজীপুর চৌরাস্তার স্থায়ী বাসিন্দা আমি কাজ করি জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার গাজীপর জেলা ক্রাইম রিপোটার হিসেবে ৬বছর যাবত ও মাতৃবাংলা ৭১ টিভির সম্পাদক ও প্রকাশক হিসেবে ১ বছরের অধিক সময় ধরে।

গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি ৩ বছর যাবত। এখন মূল বিষয়ে আসি এই গাজীপুর নিউজ আইডির ব্যপারে আমাকে জিঙ্গেস করে মিথ্যা অপপ্রচারের স্বিকার ভুক্তভোগী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা বলে আমাদের আইডিতে বিভিন্ন সময় বিভিন্ন কাজে পোষ্ট দেয়া ছবি এবং ভিডিও গাজীপুর নিউজের আইডিতে ছেড়ে দিয়ে নানা মিথ্যা বানোয়াট কথা লিখে আমাদের মান সম্মানের ক্ষতি করেছে ভাই আপনি জানেন এটা কার আইডি কে চালায় তখন তাদের উত্তর দেই ভাই আমরা বহু সাংবাদিক এই মিথ্যা বানোয়াট আইডির আপপচারের স্বীকার আমাদের দেয়া আইডিতে পোষ্টের ছবি সে চুরি করে নিয়ে আপপ্রচার করতেছে।

আমরাও তাকে খুজছি কে চালাচ্ছে এই ফেক আইডি।
আমার জানামতে এই গাজীপুর নিউজ ফেক আইডির
বিরোদ্ধে থানায় বেশ কয়েকটি ডায়রি করেছে ভুক্তভোগী জনগন। গাজীপুর নিউজ ফেক আইডি কেন, তার প্রমান আগে দিচ্ছি দেখবেন এই আইডি যে চালাচ্ছে আইডিতে প্রোফাইলে বা আইডির কোন পোষ্টে তার কোন ছবি পোষ্ট নাই এবং আইডিতে

তার কোন মোবাইল নাম্বার নাই এবং গাজীপুর নিউজ আইডির মেসেন্জারে ভিডিও কল করে দেখবেন সে কল ধরবেনা এমন কি অডিও কল ধরবে না কারন কি সে তার আইডি ফেক সে মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করছে এবং এই আইডির নামে অনেকে আইন গত ব্যাবস্থা নিয়ে রেখেছে কল ধরলে সে ধরা খাবে।

গাজীপুর নিউজ মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করে তার প্রমান এই আইডিতে তার নিজস্ব কোন তোলা ছবি বা ভিডিও পাবেন না প্রতিটা পোষ্টে দেখবেন ভিডিও নিউজগুলো অন্য কোন চ্যানেল থেকে নেয়া ভিডিওগুলোতে সেই চ্যানেলের লগু লাগানো এখনকথা
হলো অন্য চ্যানেলের ভিডিও কেটে ছাড়া সম্পূর্ণ বেআইনি আপনি শেয়ার করতে পারবেন কিন্তু অন্য কারো ভিডিও আপলোড দিয়ে ছাড়তে পারবেন না এটা করলে আপনি সাইবার ক্রাইমে মামলা খাওয়ার উপয়োগী।

আপনি অন্যকারো আইডিতে পোষ্ট করা ছবি আপনি ডাউনলোড করে পোষ্ট করতে পারবেন না আপনার আইডিতে ঔ ব্যক্তির পারমিশন ছাড়া পারমিশন ছাড়া পোষ্ট করলে তা হবে বেআইনি বা সাইবার ক্রাইম । এক কথায় আপনি অন্য কারো আইডির পোষ্ট শেয়ার ছাড়া পোষ্ট করতে পারবেন না আপনার আইডিতে অনুমতি ছাড়া।

এখন সকল নিউজ পাঠক ভাইদের বলছি গাজীপুর নিউজ আইডির একটা ভিডিও পোষ্ট শেয়ার পাবেন না একটা ছবির পোষ্ট শেয়ার পাবেন না প্রতিটা পোষ্ট বিভিন্ন চ্যানেল থেকে বিনা অনুমতিতে কেটে পো্ষ্ট করা অন্যকারো আইডিতে ছাড়া ভিডিও আপলোড দিয়ে গাজীপুর নিউজ আইডিতে ছেড়েমনগড়া কথা লিখে তাদের মানসম্মানের বারোটা বাজিয়ে দেয়। অতএব গাজীপুর নিউজ আইডিটির নিজ্স্ব কোন তোলা ভিডিও বা ছবি পোষ্ট না থাকার কারনে এই আইডিটি একটি বেআইনি বা ক্রাইম করার জন্য তৈরি করা নিঃসন্দেহে বলা যায়।

সাংবাদিকতার কোন নিয়ম কানুন মেনে গাজীপুর নিউজ আইডিতে পোষ্ট নাই অতএব এটি বেআইনি আইডি সবাই এই আইডিকে বর্জন করুন এবং গাজীপুর নিউজ আইডিতে ঢুকে রিপোর্ট মারুন যাতে ফেসবুক মেটা অফিস থেকে এই বেআইনি নিউজ আইডি বন্ধ করে দেয়।আর কারো যেন মিথ্যা অপপ্রচার করে গাজীপুর নিউজ আইডির চালক ক্ষতি করতে না পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি এর কোন নিউজ অনুমতি ছাড়া কপি করা বেআইনি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট