মনজুর সরকার -:ক্রাইম রিপোর্টার :-
——————————————
গাজীপুর মহানগর ১৪ নং ওয়ার্ডের কালাকৈর মহল্লার কালাকৈর টু জরুন তুরাগ নদীর খেয়া ঘাট ইজারানিয়ে ছিল সুমন নামে এক ব্যক্তি সুমনের কাছ থেকে টাকা দিয়ে ডিট মারফত ইজারা নিয়েছে উত্তম মন্ডল বর্তমানে শেখ হাসিনা সরকার পতনের পর উত্তম মণ্ডল কোনভাবেই চালাতে পারতেছে না তার ইজারাকৃত ঘাট।
এই উত্তম মণ্ডল কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না উত্তম মণ্ডল একজন সাধারণ সনাতন ধর্মালম্বী ব্যবসায়ী বর্তমানে কালাকৈরের খেয়াঘাট টি চালাচ্ছে মনির নামে কালাকৈর মহল্লার আওয়ামী লীগের মূল দলের সদস্য ১৪ নং ওয়ার্ডের। আমরা মিডিয়ার লোকজন এ ব্যাপারে মনিরের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করি অবশেষে মুঠোফোনে তাকে পাই সে আমাদের মিডিয়ার লোকজনকে বলে সুমনের কাছ থেকে রানা মোল্লার কাছ থেকে মৌখিকভাবে আমি ঘাট নিয়েছি টাকা দিয়ে, আমি জিজ্ঞাসা করেছি আপনার কাছে কি কোন ডকুমেন্টস আছে সে বলেছে না আমি মৌখিকভাবে নিয়েছি আমার কাছে কোন ডকুমেন্ট নাই আমি তো একা খৈয়াঘাট চালাচ্ছি না আমার সাথে আরো কয়েকজন রয়েছে আমি মনির কে জিজ্ঞাসা করলাম কে কে রয়েছে আপনার সাথে তখন সে মুকুল নামে এক ব্যক্তির নাম উল্লেখ করেছে শিপন নামে এক ব্যক্তির নাম উল্লেখ করেছে।
মনির আরও উল্লেখ করেছে মুকুল এবং শিপন প্রতিদিন এসে মনিরের কাছ থেকে টাকার ভাগ নিয়ে যায়। বর্তমানে এলাকাবাসীর দাবি এবং সনাতন ধর্মালম্বী ব্যবসায়ী উত্তম মন্ডলের দাবী সে যেন এই ইজারাকৃত ঘাট বৈধভাবে চালাতে পারে এবং সে যেন এর দখল পায় এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চেয়েছে দেশবাশীর কাছে সুবিচার কামনা করেছে।