খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার :-
নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর কলেজ এর প্রতিষ্ঠাতা মরহুম এ.এম.আনোয়ার হোসেন এর ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২২ নভেম্বর)সকালে উপজেলার খিদিরপুর কলেজ চত্বরে,অত্র কলেজের প্রতিষ্ঠাতা,খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান,এ.এম. আনোয়ার হোসেন এর ৩০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।
খিদিরপুর কলেজ গভর্নিং বডি’র সভাপতি ডাঃপ্রশান্ত কুমার চন্দ এর সভাপতিত্বে স্বাগতিক বক্তব্য রাখেন খিদিরপুর কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.নাজিম উদ্দীন। স্বাগতিক বক্তব্যে তিনি কলেজ এর শিক্ষারমান উন্নয়নে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং কলেজকে আধুনিকায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে উপস্থিত হতে পারেননি, নরসিংদী-৪(মনোহরদী-বেলাব)আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক,বীর মুক্তিযোদ্ধা,আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল। বিশেষ অতিথি হিসেবে প্রাণবন্ত বক্তব্য প্রদান করেন,ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষা ক্ষেত্রে মরহুম এ.এম. আনোয়ার হোসেন এর অবদানের কথা তুলে ধরেন এবং কলেজের শিক্ষারমান ও অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সবশেষে কলেজের প্রতিষ্ঠাতা মরহুম এ.এম.আনোয়ার হোসেন এর কবর যিয়ারত,আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও গণভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি করা হয়।
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক,কলেজ গভর্নিং বডি’র বিদ্যুৎসাহী সদস্য মোঃ আশিকুর রহমান মানিক মাষ্টার এর সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনতলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃবাকিউল ইসলাম,খিদিরপুর পুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মো.খলিলুর রহমান,খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন ভূঁইয়া,মরহুম এ.এম.আনোয়ার হোসেন এর সুযোগ্য
সন্তান,কলেজ গভর্নিং বডি’র প্রতিষ্ঠাতা সদস্য,তারেক আনোয়ার সাগরসহ কলেজ গভর্নিং বডি’র অন্যান্য সদস্য মণ্ডলী,প্রভাষকমণ্ডলী,সুশীল সমাজের ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ,অভিভাবকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।