দিনাজপুর জেলার খানসামা উপজেলার যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি ও সামাজিক বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে যুবকদের নিয়ে আলোচনা সভা ও যুব দিবস পালন করা হয়। দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় ‘জাতীয় যুব দিবস’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব র্যালি শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জনসচেতনতা মূলক প্রশিক্ষণের সনদ প্রদান প্রদান করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকতা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ নাজমুল হক, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, সাংবাদিক আজিজার রহমানসহ আরো অনেকে। এ সময় উপস্থিত ছিলেন যুব সংগঠনের সদস্যসহ উদ্যোক্তাগণ, যুবকগণ, সাংবাদিকবৃন্দ।