মোঃকামরুজ্জামান দিনাজপুর জেলা প্রতিনিধি :-
দুর্গাপূজাকে সামনে রেখে খানসামায় মৃৎ শিল্পীদের কর্মব্যস্ত, আগামী ১১ অক্টোবর মহা ষষ্ঠী তিথির মধ্য দিয়ে হিন্দু (সনাতন) ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে শরতের কাশবন আর শিশির ভেজা ঘাসের ওপর ঝরেপড়া শিউলী ফুলের গন্ধ জানান দিচ্ছে উৎসব সমাগত।
দিনাজপুর জেলার খানসামা উপজেলা ৬নং গোয়ালডিহি ইউনিয়নে মৃৎ শিল্পীদের সুনিপুন হাতের ছোঁয়ায় যেন প্রতিমায় ফোটে ওঠেছে দৃষ্টিনন্দন মাতৃমূর্তি সারা দেশের মতো খানসামা উপজেলা ও চলছে দিনরাত প্রতিমা তৈরীর কাজএখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা সাথে রয়েছে মন্ডপ তৈরি ও সাজ সজ্জার কাজও এ বিষয়ে মৃৎশিল্পী শ্রী চন্দন চন্দ্র রায় ও রুপ কুমার চন্দ্র রায় জানান, দশভুজা দেবীদুর্গা আসছেন পৃথিবীর সকল অন্ধকার দূরিভুত করে পৃথিবীকে আলোকিত করতে মহা ষষ্ঠী থেকে ঢাক, ঢোল, শঙ্খধ্বনি আর উলুধ্বনি দিয়ে দেবীদুর্গাকে বরণ করে নেওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছেন মাতৃভক্তরা।
নিজেদের মনের মতো করে প্রতিমার তৈরি করে নিজেকে একজন ভালো শিল্পী হিসেবে তুলে ধরতে দিন-রাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা প্রতি বছরের মতো এবারও ধর্মীয় রীতি অনুযায়ী ১১ অক্টোবর থেকে শারদীয় দুর্গোৎসব শুরু হবে।
খানসামা উপজেলায় গোয়ালডিহি ইউনিয়নে এবার ২৯,টি সার্বজনীন ও ব্যক্তি মন্ডপে পূজার আয়োজন চলছে দেশের এমন পরিস্থিতির উপর নির্ভর করবে পূজার ব্যপ্তি ও সাজ সজ্জার কাজ প্রশাসনের নির্দেশনা মেনে প্রতিটি মন্ডপে বিভিন্ন কর্মসূচি নেয়া হবে বলে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।