নিজস্ব প্রতিবেদক :-
পার্বত্য জেলা খাগড়াছড়িতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখার ব্যবস্থাপনায় আজ (১২নভেম্বর) মঙ্গলবার সকাল ৮.৩০ঘটিকা হতে জেলা কালেক্টরেট জামে মসজিদে জেলা সভাপতি, হাফেজ মাওলানা হাবীবুল্লাহ জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এর সঞ্চালনায় ২৯তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল ৮.৩০ থেকে শুরু হওয়া হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলার অর্ধ শতাধিক মাদ্রাসার প্রায় আড়াইশত শিক্ষার্থী ৪টি গ্রপে অংশ গ্রহণ করেন। এতে বোর্ড কর্তৃক নির্ধারিত নাম্বার পেয়ে প্রত্যেক গ্রুপ থেকে ৭জন করে প্রতিযোগি ইয়েস কার্ড পেয়ে বিভাগীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন এবং হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও বিশেষ পুরষ্কারে ভূষিত হোন।
হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রশিদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দিন তাওহীদ, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দীন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী, খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর উপদেষ্টা মাওলানা নুর মোহাম্মদ, সিনিয়র সহসভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, মাওলানা হারুনুর রশিদ আজিজি সহ জেলা উপজেলা বিভিন্ন মাদ্রাসার মুহতামিম, শিক্ষকবৃন্দ, মসজিদের সম্মানিত ইমাম-খতীব ও ওলামায়ে কেরামগণ।