নিজস্ব প্রতিবেদক :-
বেশ কিছুদিনের বৃষ্টিপাতের কারনে আটিবাজার ব্রিজ হতে ঘাটারচর সংযোগ রাস্তায় জলবদ্ধতা দেখা যায় এলাকাবাসীর কাছ থেকে জানা যায় যে, বৃষ্টির পানি আগে যে সাইট দিয়ে নদীতে প্রবাহিত হতো সেই সাইট দিয়ে তারানগর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদ, (মাহবুব আলম) সরকারি জাগাতে অবৈধ স্থাপনা গড়ে তোলেন।
এই অবৈধ স্থাপনা এর কারণে আগে যেখান দিয়ে বৃষ্টির পানি নদীতে প্রবাহিত হতো সেই জায়গাটি ব্লক হয়ে যায়। এরপর থেকেই আটিবাজার ব্রিজ হতে ঘাটারচর সংযোগ রাস্তায় বৃষ্টির পানির জলবদ্ধতা দেখা যায়। এই জলবদ্ধতার কারণে আটিবাজার এবং ঘাটারচর এলাকাবাসীর দৈন্য দিন জীবন যাপনে যাতায়াতে হচ্ছে অনেক অসুবিধা বিশেষ করে স্কুল ছাত্র-ছাত্রীদের যাতায়াতে হচ্ছে অনেক অসুবিধা যেমন: জলবদ্ধতার কারণে স্কুলে টাইম মত পৌঁছাতে পারছে না, তাছাড়াও মাঝে মধ্যে হচ্ছে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বৃষ্টির পানির জলবদ্ধতায় অটো রিক্সা উল্টে গিয়ে ভাঙছে সাধারণ মানুষের হাত পা।
বাজার ঘাট করতে যাওয়ায় হচ্ছে অসুবিধা, ঘন্টার পর ঘন্টা থাকতে হচ্ছে যানজটে, এলাকাবাসীর এই ভোগান্তির নিরাশনের জন্য ফিরোজ হোসেন, তারানগর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদ, (মাহবুব আলম) কে বলেন, আমরা এলাকাবাসী এখানে একটি পাইপ দিয়ে দেই তাহলে এখানে আর বৃষ্টির পানিতে জলবদ্ধতা হবে না মানুষকেও দুর্ভোগান্তি পোহাতে হবে না। এটি বলায় ফিরোজ হোসেন কে বাধার সম্মুখীন হতে হয়। তাকে ডাইরেক্ট বলে দেয় এখানে কোন রকম পাইপ দেওয়া যাবে না।
মাহবুব আলম আওয়ামী লীগ এর প্রভাবশালী নেতা হওয়ায় তাকে আর কিছু বলেন না সেখান থেকে তিনি চলে আসেন। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা তারানগর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদ, মাহবুব আলম কে মুঠো ফোনে অনেকবার যোগাযোগ করার জন্য ট্রাই করা হয়েছে কলটি রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর দাবি যারা কেরানীগঞ্জ মডেল থানা উপজেলা UNO কর্তৃপক্ষ আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি দ্রুততম সময়ে অবৈধ দখলদারকে সরকারি জায়গায় থেকে উচ্ছেদ করে স্থায়ী সমাধান হোক এবং এই জলবদ্ধতার জন দুর্ভোগান্তি শেষ হোক সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাক।