কিশোরগঞ্জপ্রতিনিধি :-
বার্তা সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে আবুল খায়েরকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয় বলে জানান কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ।
দীর্ঘদিনধরে আবুল খায়েরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগ এনে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের নির্দেশে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এই বিষয়ে ওসি মুরাদ হাসান বলেন, মঙ্গলবার রাতে সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানে একটি দেশি বন্দুকসহ আবুল খায়েরকে আটক করা হয়। পরবর্তীতে তাকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।