কাউনিয়া ব্লাড ডোনার যুব পরিবার হারাগাছ ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপণ করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রমজান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হারাগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজু আহম্মেদ ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউনিয়া ব্লাড ডোনার পরিবারের উপদেষ্টা ও নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া, ইমামগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রভাষক জহুরুল ইসলাম,আল হিকমা ক্যাডেট স্কুলের পরিচালক (প্রশাসন) মোঃ রবিউল ইসলাম জুয়েল, ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হক,বক্তব্য রাখেন কাউনিয়া ব্লাড ডোনার যুব পরিবার হারাগাছ ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মেহেদী হাসান মুন প্রমূখ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বিদ্যালয়ে ফলজ গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে গাছের পুরস্কার হিসেবে বিতরণ করা হয়েছে।
তাং ০১-১০-২৪
মোবাইলঃ ০১৭২৫৬৭১৯০২