রংপুরের কাউনিয়ায় আমরা স্বপ্ন পূরণের বিশ্বাসী ”এই শ্লোগান কে সামনে রেখে কাউনিয়ায় স্পার্ক কোচিং সেন্টার কর্তিক আয়োজিত “তরিকুল স্যারের” বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ ( সেপ্টেম্বর )২৪ রোজ শনিবার রাত ৯ ঘটিকায়, কাউনিয়া তফিকল বাজার স্পার্ক কোচিং সেন্টার হল রুমে ।
প্রতিষ্ঠানের পরিচালক মোঃ আনারুল ইসলাম এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন কাউনিয়া স্পার্ক কোচিং সেন্টারের সম্মানিত সহঃ পরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম সাদ্দাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব, মোঃ গোলাম মোস্তফা স্যার। সানরাইজ কোচিং সেন্টারের পরিচালক জনাব, নিমাই চন্দ্র, মানিবক কোচিং সেন্টারের সম্মানিত পরিচালক জনাব ফিরোজ আলম বাপ্পি স্যার। আরো ছিলেন উপস্থিত ছিলেন কোচিং সেন্টারের অন্যানো টিচার এবং শিক্ষার্থী , অভিবাবক, শুভাকাঙ্ক্ষী সহ সাংবাদিক বৃদ্ধ। পরে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
তারিখঃ ০৭-০৯-২৪
মোবাইলঃ ০১৭২৫৬৭১৯০২