1. dailymatribangla71tv.com@gmail.com : দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি : দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি
  2. dailymatribangla71tv@gmail.com : dailymatribangla71tv@gmail.com : dailymatribangla71tv@gmail.com
কথার গল্প তুমি। - দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:২৭ অপরাহ্ন

কথার গল্প তুমি।

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

তাসমিয়া মিম :-

আজ সকালে বেজা বাতাশে দারিয়ে ছিলাম অনেহ্মন,
দহ্মিনের বাতাশে মনে হচ্ছে কাছে পিঠে কোথাও খুব বৃশ্টি পরেছে তাই এত বেজা বেজা গন্দ আর ঠান্ডা বাতাশ গায়ে লাগছে,।
আইলি বিলের পারে আমি হাটছি আর ভাবছি যদি তুমি সাথে থাকতে।

অবশ্য না থাকারি কথা 🌸
কারন সহায় হওয়ার জন্য সেই যগ্যতা আমার নেই,
স্পষ্ট করে ভালোবাসি বলার পরও জখন তুমি সেটাকে অস্পষ্ট ভেবে দূরে রয়ে গেলে।
তারপর আমি খুব জুর করলাম থেকে জাওয়ার জন্য, থাকোনি তুমি কারন তোমাকে বুঝার মত যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি,।
আমি খুব করে তোমাকে খুশি করতে চেয়েছি, তুমি সেটাকে অভিনয় মনে করে সুতো কাটা ঘুড়ির মত উরিয়ে দিয়েছো,,!
আমি মানা করলাম তুমি আমাকে ছারা অন্য কারোও সঙ্গি হইওনা, তুমি এটাকে আলগা পিরিত ভেবে দূর দূর করে দিক্কার দিয়েছো,,!!।

নিজের সবটা দিয়ে আগলে রাখার পরও তুমি বলেছো,
আমি তেমার অযোগ্য,।

কথায় কথা প্রকাশ করাটা আমার স্বভাবে মিশে গেছে তাই ব্যাবহার আর ইঙ্গিতেই বুঝে নিলাম, আমি তোমাকে খুব করে চাইলেও,, তুমি আমায় চাওনি,,।

নিজের অভিমান, জীদ,রাগ লুকিয়ে নিলাম, তুমি বিরক্ত হবে বলে,, প্রকাশ করা বন্দ করে দিলাম,।

তুমিও তার সুজুগ নিয়ে আমার সাথে দূরুত্ব বারাবার কথা ভাবছিলে,,,।

আমি নীরবতা টের পেয়ে একটু একটগ করে সরে আছিলাম, আমি দেখলাম তুমি বাদা দাওনি বরং একটু একটু করে হাঁসছিলে,মনে হয় ওপরওয়ালাকে ধন্যবাদ দিচ্ছিলে,,,!

খুব জরুরি ছিলো বুঝি সেখানেই সমাপ্তি ঘটাবার,,,,

ওহ্ ভাবতে ভাবতে বৃষ্টি নেমে গেলো,,
তবে আজ আর বৃষ্টিকে এরিয়ে জেতে মন চাইলোনা আজ না হয় সেদিনের জমানো পানি টুকু চখ থেকে বেরিয়ে আসুক এই ইচ্ছায় না হয় আজকে বৃষ্টির সাথেই গা মেশা হোক, 😌

প্রতিটা মূহুর্ত আমার স্থায়ী হয়ে গেলো,,
আমার চখের পানিতে রোজ রাতের আত্ম চিৎকার,,,, খুব ভয়ংকর রুপ নিয়ে ফেল্লো,,।

কাওকে খুব করে চাওয়ার পরও না পাওয়াটাই হলো নীয়তি😊

তীলে তীলে নিজের জীবন টুকু ইচ্ছা করেই শেষ করাটা খুব অন্যায়,,,
কিন্তু কি করার একুলও নেই সে কুলও নেই,
পার ভাঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে থাকা আমার আর সয় না,

অল্প অল্প করে শেষ হলে কেউ বুঝবেনা এটা আত্বহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু,,!

বহু দিন দরে ভাবছি,,, মানুষের শখের জিনিসতো বহু বাহানাতেও আটকিয়ে রাখে,,
কেউ থাকতে না চাইলে কি জুর করে রাখা জায়,,।

বৃশ্টি নেয়ে গেলো,, জাই শেষ কাব্য টুকু শেষ করে চিরো নিদ্রায়মাণ হয়ে জাই,, দীর্ঘ দিন দরেতো সয়ে নিলাম,
এখন এই পুরা দেহের একটু রেস্ট দরকার,
ভুবন দেখতে দেখতে রঙ্গিন মানুষ দেখতে দেখতে আজ ভার ক্লান্ত হৃদয়,
সমাপ্তি প্রয়োজন এই সময়ের এবং নিজ দেহের,।
দেখা হবে দূর থেকে কাছে আসা না হোক,।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© দৈনিক মাতৃবাংলা ৭১ টিভি এর কোন নিউজ অনুমতি ছাড়া কপি করা বেআইনি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট