দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রাণীরবন্দরে, ইছামতি ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
আজ রোববার ৬ অক্টোবর সকালে এক বর্ণাঢ্য র্যালির মধ্যে দিয়ে ইছামতি ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য এবং ১নং নশরতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোঃ নূর এ আলম সিদ্দিকী নয়ন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোখলেছুর রহমান। এসময় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে ইছামতি ডিগ্রি কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীগন এবং বিভিন্ন কলেজর অধ্যক্ষ ও ইছামতি ডিগ্রি কলেজের দাতা সদস্য গন শিক্ষক বৃন্দুগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ও শিক্ষকবৃন্দুকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ও কলেজ শাখার শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মীরা।